Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় ক্যান্সার হাসপাতালের সঙ্গে মউ নিরাময় যোগ শিক্ষা সংস্থানের
ওয়েটুবরাক, ১৬ জুলাই : স্বাস্থ্য কর্মী সহ রোগীদের মধ্যে ইতিবাচক ভাবনা জাগিয়ে তুলতে যোগ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার (সিসিএইচআরসি)। এ বিষয়কে বাস্তব রূপ দেওয়ার বৃহত্তর উদ্দেশ্য নিয়ে শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের সঙ্গে এক মউ স্বাক্ষর করেছে এরা। ডিরেক্টর পদ্মশ্রী ডা: রবি কান্নান ও নিরাময়ের তরফে চেয়ারম্যান ডা: অজিত কুমার ভট্টাচার্য চুক্তি-পত্রে স্বাক্ষর করেন। সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানসার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, নিরাময়ের গভর্নিং কাউন্সিলের সদস্য শেখর চক্রবর্তী, উপদেষ্টা বেনুলাল বর্মণ, ড. অপ্রতিম নাগ, অসীম চৌধুরী, ড. তুহিন দেশমুখ্য প্রমুখ। ডা: রবি কান্নান বলেন, স্বাস্থ্য কর্মী, রোগী সহ সমাজের স্বার্থে সবসময়ই ইতিবাচক পরিকল্পনা নিয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। এ যাত্রায়ও ব্যতিক্রম নয়। ভাল কাজে সবসময় হাত বাড়াতে প্রস্তুত তাঁরা। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিরাময়ের কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।
ডা: অজিত কুমার ভট্টাচার্য বলেন, সিসিএইচআরসি ও নিরাময়-এর মধ্যে সম্প্রতি এক বৈঠক হয়। হাসপাতালের তরফে ডেপুটি ডিরেক্টর ডা: রিতেশ তাপখিরে নেতৃত্ব দেন। ছিলেন কল্যাণ কুমার চক্রবর্তীও। ওই আলোচনাতেই মউ-এর সিদ্ধান্ত হয়েছিল। তাঁর কথায়, রোগ হওয়ার পর বেশির ভাগ মানুষই মানসিক সমস্যায় ভোগেন। চাপ বাড়তে থাকে পরিবারের লোকেদের মধ্যেও। এসব সমস্যা থেকে বেরিয়ে আসা জরুরি। পরিস্থিতি যাই হোক, যোগ প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্ভব। এর জন্য সঠিক অনুশীলন ও সঠিক প্রশিক্ষণ, দুটোই খুব জরুরি। ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে এমন বহু দিককে গুরুত্ব দিচ্ছে নিরাময়। মন্তব্য করেন ডা: অজিত।
এ দিন, নিরাময়ের তরফে সিসিএইচআরসি-এর ডিরেক্টর পদ্মশ্রী, রমন ম্যাগসাইসাই জয়ী রবি কান্নানের হাতে একটি স্মারকও তুলে দেওয়া হয়।