NE UpdatesAnalyticsBreaking News
কাছাড়ে অভিভাবক মন্ত্রী জয়ন্তই, শ্রীভূমিতে কৌশিক, হাইলাকান্দিতে কৃষ্ণেন্দু
গুয়াহাটি, ১ ফেব্রুয়ারি : রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রীর তালিকায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। তবে তিনি আগেও কাছাড় জেলার দায়িত্বে ছিলেন। শ্রীভূমির অভিভাবক মন্ত্রী হয়েছেন কৌশিক রাই এবং হাইলাকান্দির দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু পালকে। আগে হাইলাকান্দির দায়িত্বে ছিলেন জয়ন্ত মল্লবরুয়া এবং শ্রীভূমির অভিভাবক মন্ত্রী ছিলেন পীযূষ হাজরিকা।
এ দিকে, মন্ত্রী কৌশিক রাইকে শ্রীভূমির পাশাপাশি মরিগাওয়ের অভিভাবক মন্ত্রী করা হয়েছে। কৃষ্ণেন্দু পালকে হাইলাকান্দির সঙ্গে নগাও-এর দায়িত্ব দেওয়া হয়েছে। আগে শ্রীভূমির অভিভাবক মন্ত্রী ছিলেন পীযূষ হাজরিকা এবং হাইলাকান্দির দায়িত্বে ছিলেন জয়ন্ত মল্লবরুয়া।