Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের কৃষ্ণপুর থেকে ফের ৪ কোটির হেরোইন বাজেয়াপ্ত
ওয়ে টু বরাক, ২৭ জুন : রাজ্যজুড়ে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বুধবার মাদক পাচার বিরোধী দিবসের রাতে পুনরায় বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। এসটিএফ ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে ৯০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কাছাড় জেলার কৃষ্ণপুরে ওইদিন রাতে অভিযানে নেমেছিল পুলিশ। এই অভিযানের সময় একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৮টি সাবানের কৌটোতে থাকা মোট ৯০০ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়।
এই অভিযানে জমশের মজুমদার নামে এক পাচারকারীকেও পুলিশ আটক করে। এই পাচারকারী কাছাড় জেলার বড়খলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, বাজেয়াপ্ত করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা হবে। এই নেশা সামগ্রীগুলো পাচারকারীরা পাশের রাজ্যে পাচারের পরিকল্পনায় ছিল। প্রসঙ্গত, এই অভিযানের নেতৃত্বে ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা।