NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কাছাড় কাগজ কলের তেলকূপের দাম ধরা হয়েছে কিনা জানতে চায় জাকরু
ওয়েটুবরাক, ৩ জুলাই ঃ কাছাড় কাগজ কলের জমিতে রয়েছে তিনটি তৈলকূপ। সে ব্যাপারে পেপার মিল এবং ওএনজিসির মধ্যে লিজ রেন্ট অ্যাগ্রিমেন্ট রয়েছে। লিকুইডেশনের হিসেবে ওইগুলির মূল্য ধরা হয়েছে কিনা, জানতে চায় এমপ্লয়িজ ইউনিয়নগুলির জয়েন্ট অ্যাকশন কমিটি। লিকুডেটর কুলদীপ ভার্মা ও ভারি শিল্প দফতরের সচিবের কাছে চিঠি পাঠিয়ে তাঁরা এ ব্যাপারে জানতে চেয়েছে। ধরা হয়ে থাকলে কোন হিসেবে কত ধরা পড়েছে, তাও প্রকাশের দাবি জানায় জাকরু। তাদের সন্দেহ, মিলের মূল্য নির্ধারণ করতে গিয়ে বড়সড় অঙ্কের দুর্নীতি হয়েছে। তাই সিবিআই এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন-কে এ ব্যাপারে তদন্তের দাবি জানান তাঁরা।
জাকরু সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, পাঁচগ্রামে থাকা কাগজ কলে একটা বড় অংশ জুড়ে রয়েছে তেলের সঞ্চয়ভাণ্ডার। কিন্তু অকশন নোটিশের কোথাও এমন মূল্যবান সম্পদের উল্লেখ নেই। ক্রেতা না মেলাকে কারণ দেখিয়ে নিলামের মূল্য আচমকা ১১৩৯ কোটি টাকা থেকে একেবারে ১৭০ কোটি টাকা কমিয়ে আনাকে স্বাভাবিক বলে মানতে পারছেন না তাঁরা।