Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড় কলেজে ভোটকর্মী প্রশিক্ষণ ২ ও ৪ এপ্রিল, ইভিএম-ভিভিপিএটি প্রশিক্ষক নিয়োগ
ওয়ে টু বরাক, ১ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনের জেলার ইভিএম, ভিভিপিএটি প্রশিক্ষণ ও সচেতনতা সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ এবং ৪ এপ্রিল শিলচরের কাছাড় কলেজে সকাল ১০টা থেকে দুপুরে ১টা পর্যন্ত এলএমএমটিএস /মাস্টার ট্রেনাররা নিয়োগপ্রাপ্ত পোলিং কর্মীদের ইভিএম, ভিভিপিএটি ও অন্যান্য পোল পদ্ধতির প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণে কাছাড় কলেজের কক্ষ নম্বর ৮ -এ প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে উধারবন্দ জেএনএস কলেজের সহকারী অধ্যাপক ড. গঙ্গেশ ভট্টাচার্য, একই কলেজের সহকারী অধ্যাপক ড. স্বপন দাস, নিরঞ্জন পাল ইনস্টিটিউটের শিক্ষক সুরজিৎ আচার্জি এবং পিন্টু পালকে।
৯ নম্বর কক্ষে থাকছেন কালাইন এসআর কলেজের অধ্যাপক দীপঙ্কর দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপজ্যোতি চৌধুরী, কেবিজেআর এমএইচএস স্কুলের প্রধান শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস এবং ব্রতদীপ চৌধুরী। ১০ নম্বর কক্ষে জিসি কলেজের সহযোগী অধ্যাপক ড. বিপ্লব চৌধুরী, রাজাবাজার এইচ বিডিএস সহকারী শিক্ষক কিশোর কুমার দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদীপ চৌধুরী ও বকুল সিনহা।
১৬ নম্বর কক্ষে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শুভাশিস চৌধুরী, বড়খলা গভঃ মডেল কলেজের সহকারী অধ্যাপক ড. জয়দীপ গোস্বামী, শিলচর পলিটেকনিকের প্রভাষক ড. সৌমিত্র নাথ। সংরক্ষিত তালিকায় ড. কঙ্কনা দাস ও
আজমত আলি রয়েছেন।