Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় আরবিএসকের মূল্যায়ন সভায় পুরস্কৃত লক্ষীপুর, সোনাই, ধলাই ও বিক্রমপুর স্বাস্থ্যখণ্ড
বিশেষ পারদর্শিতার জন্য বিজয়া রেশমী ও ইরশাদুর রহমানকে পুরস্কার

ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি: বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জেলার তিনটি স্বাস্থ্যখণ্ডের আরবিএসকে মোবাইল হেলথ টিমকে পুরস্কৃত করলেন জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যক্তিগত ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করার জন্যও তিনটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতালের সভাকক্ষে জেলার সহযোগী শিক্ষা ও সমাজ কল্যাণ বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা ভিত্তিক মূল্যায়ন সভায় স্বাস্থ্যখণ্ডের দলগুলোর পারফরম্যান্স খতিয়ে দেখেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়, এনএইচএম-র জেলা কর্মসূচি প্রবন্ধক (ডিপিএম) রাহুল ঘোষ, সংযোজক ইকবাল বাহার লস্কর, ডিএমই ড০ গুলবাহার রাজ, এডিডিএম আছিয়া চৌধুরী সহ অন্যান্যরা। পারফরম্যান্সের কিছু ক্ষেত্রে ঘাটতি ধরা পড়লে সেসব চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে সংশোধন করে নিতে নির্দেশ দেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। সভায় শিলচর আরবান শিক্ষাব্লক সহ জেলায় পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আরবিএসকের কাজের প্রশংসা করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এব্যাপারে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন শিলচর নগর স্বাস্থ্যখণ্ডের বিআরপি নবারুণ চক্রবর্তী। পরে মোবাইল হেলথ টিমগুলিকে ২০২৪-২৫ অর্থ বছরের কাজের পারদর্শিতার মাপকাঠিতে বিবেচনা করে তাদের কাজে আরও উৎসাহ প্রদানে পুরস্কৃত করা হয়।
পুরস্কারগুলোর মধ্যে এবারে সর্বোচ্চ সংখ্যায় শিশুদের রেফার ও চিকিৎসা প্রদান করায় লক্ষীপুর স্বাস্থ্যখণ্ডের আরবিএসকে দলকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এবারে এই স্বাস্থ্যখণ্ডের দল দুটি ৭২৩৬টি শিশুকে রেফার এবং ৭০২২টি শিশুর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিতে সক্ষম হয়েছে। এদিন তাদের হাতে পুরস্কার স্মারক তুলে দেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়। তাছাড়া সর্বোচ্চ সংখ্যায় জন্মগত বিসঙ্গতি শিশুর রেফার ও চিকিৎসা সেবা প্রদান করায় ধলাই স্বাস্থ্যখণ্ডের অধীনস্থ আরবিএসকে দল এবং অধিক সংখ্যায় ঝুঁকিপূর্ণ অপুষ্টি শিশুর চিকিৎসা প্রদানে সোনাই স্বাস্থ্যখণ্ডের মোবাইল হেলথ টিমকে পুরস্কৃত করা হয়। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন যথাক্রমে ডিপিএম রাহুল ঘোষ ও বিআরপি নবারুণ চক্রবর্তী।
এছাড়াও বিশেষ পুরস্কারের মধ্যে স্কুল ও অঙ্গনওয়াড়ি স্তরে কর্মসূচি বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন এবং জেলা আরবিএসকে -এর সোশ্যাল মিডিয়ার বহুল প্রচারে নানাভাবে সহযোগিতা করায় বিক্রমপুর স্বাস্থ্যখণ্ডের ১ নম্বর ভ্রাম্যমাণ চিকিৎসা (স্বাস্থ্য) দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলার স্কুল সমুহের পরিদর্শকের দুই প্রতিনিধি শৌভিক দাস ও কল্যাণ ভট্টাচার্য। দলের কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুনত্ব ও অভিনব উদ্যোগ গ্রহণে বিশেষ ভূমিকা পালন করায় পালই চা বাগান উপ-স্বাস্থ্যকেন্দ্রের কমু্নিটি হেল্থ অফিসার রেশমী বিজয়া সিংকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন নবারুণ চক্রবর্তী ও ইকবাল বাহার লস্কর। সবশেষে জেলা হাসপাতালে আরবিএসকের প্রেরিত শিশুদের চিকিৎসা প্রদানে উল্লেখযোগ্য অবদানের জন্য সিভিল হাসপাতালের কাউন্সিলর ইরশাদুর রহমান বড়ভুইয়াকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। তার হাতে এদিন পুরস্কার তুলে দেন আছিয়া চৌধুরী, ডাঃ মইদুল ইসলাম, ডাঃ নবনীতা রায় , ডাঃ চিরঞ্জীব বর্মন প্রমুখ। উল্লেখ্য, কাছাড় জেলায় ৮টি স্বাস্থ্যখণ্ডের ১৬টি মোবাইল হেলথ টিম রয়েছে।