India & World UpdatesHappeningsBreaking News
করোনা সামাল দেওয়ার আগেই রাশিয়ায় পোকার আক্রমণ, অসুস্থ ১৭৫০০
৩ জুন: করোনা ভাইরাসের থাবায় শোচনীয় অবস্থা রাশিয়ারও। কোভিড-১৯ কে সামলে এখনও উঠতে পারেনি দেশ। তার ওপরে নতুন আতঙ্ক চেপে বসেছে। বিষাক্ত পোকার কামড়ে দিশেহারা হচ্ছেন রাশিয়ার অনেক প্রান্তের মানুষ। ঘাসের মধ্যে লুকিয়ে থাকে পোকাগুলো। চলাফেরার ফাঁকেই কামড় বসায় শরীরে। এ পর্যন্ত কমেও সাড়ে সতেরো হাজার নাগরিক অসুস্থ হয়েছেন। এরমধ্যে রয়েছে দুশোর বেশি শিশুও।
তবে এই পোকার আক্রমণ যে এবার নতুন, তা কিন্তু নয়। আগেও এই পোকার কোপে পড়েছেন দেশের জনগণ। ২০১৫ সালে পোকার কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রায় দেড় লক্ষ মানুষের। বিশেষজ্ঞদের কথায়, সাধারণত ঠাণ্ডা মরশুম আসলেই এই পোকা আক্রমণ করে। কিন্তু এবার সময়ের আগেই থাবা বসিয়েছে। ফলে করোনাকালেও বাড়তি আরেক আতঙ্ক তাড়া করছে রাশিয়াবাসীকে।