Barak UpdatesBreaking News
করোনা: লেনপিছু ভেন্ডর বেঁধে দিয়ে কড়া হোক প্রশাসন
২৭ মার্চ: করোনার থাবা যে ভাবে ধেয়ে আসছে, কাছাড়ের মানুষ এর সঙ্গে তাল মিলিয়ে সতর্ক হচ্ছেন না৷ সরকারি নির্দেশিকা মানার বদলে একাংশ মানুষ একে চ্যালেঞ্জ জানিয়েই তৃপ্তিবোধ করেন৷ কেউ বেরোন ছবি তুলতে, কেউ সাইকেলে হাত পাকান৷ এতে আশঙ্কার মাত্রা বাড়ছে বলে উদ্বিগ্ন জেলার বেশ কিছু সংস্থা৷ এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা সংস্থা, বীক্ষণ সিনে কমিউন, মার্চ ফর সায়েন্স এবং ম্যান মেকিং মিশন৷ চার সংস্থা জোট বেঁধে শুক্রবার জেলা সভাপতির কাছে স্মারকপত্র দিয়ে এ ব্যাপারে কঠোর হতে আর্জি জানায়৷
তবে এর আগে নিশ্চিত করতে হবে, জরুরি প্রয়োজনেও যেন মানুষকে ঘর থেকে বেরোতে না হয়৷ সে জন্য প্রশাসনর তরফে লেনপিছু ভেন্ডর ঠিক করে দিতে হবে৷ শুধু তারাই ঘরবন্দি মানুষের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করবেন এবং পৌঁছে দেবেন৷ তাদের রাস্তায় চলাচলের পাস দেওয়া হোক৷ পুর সদস্যরা লেনপিছু একজনকে এই কাজ দেখভালের দায়িত্ব দিতে পারেন৷
যে সরকারি কর্মচারী নিজেদের দায়িত্ব পালনে ঘর থেকে বেরোতে বাধ্য, তাদেরও পৃথক পাস দেওয়া হোক৷ এ ছাড়া, প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর ও একটি ইমেল ঠিকানা সর্বসাধারণের জন্য প্রকাশ করতেও অনুরোধ জানায় ওই চার সংগঠন৷ এরা অবশ্য শুধু পরামর্শ দিয়ে আর দাবি জানিয়েই দায়িত্ব শেষ করেননি, জেলাশাসককে বলে দিয়েছেন, ‘স্বেচ্ছা সেবার জন্য আমরা তৈরি রয়েছি৷ ডাক পেলেই চলে আসব৷’