India & World UpdatesAnalyticsBreaking News
করোনা রুখতে রেলের কামরায় পরিবর্তন, ব্যবহার হচ্ছে তামা
১৪ জুলাই : করোনা ভাইরাস মোকাবিলায় আগামী দিনে ট্রেনের কামরায় একাধিক পরিবর্তন আনার পথে হাঁটছে ভারতীয় রেল। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রেনের কোচে একাধিক বদল আনা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে ট্রেনের কোচের এমনই এক নকশা মঙ্গলবার টুইটারে শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
ভাইরাস যাতে কোনওভাবেই মানবশরীর স্পর্শ করতে না পারে, তা মাথায় রেখে নয়া নকশা বানানো হয়েছে। ট্রেনের হাতল তামায় মোড়া হয়েছে। ট্রেনের দরজার ছিটকিনিতেও তামার প্রলেপ দেওয়া হয়েছে। টুইটারে গোয়েল আরও জানিয়েছেন, প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়ার মতো ব্য়বস্থা নেওয়া হয়েছে। কাপুরথালায় রেলের কারখানায় এই কোচগুলি তৈরি করা হয়েছে। নয়া কোচে থাকছে ফুট অপারেটেড ওয়াটার ট্য়াপ। অর্থাত্, হাত নয়, পায়ের মাধ্য়মেই জল নেওয়া যাবে, সাবান ব্য়বহার করা যাবে। এমনকি, শৌচালয়ের দরজা, ফ্লাশের জন্য়ও পা ব্য়বহার করতে হবে। হাত নয়, পা দিয়ে ফ্লাশ করতে হবে।
রেলের তরফে জানানো হয়েছে, ভাইরাস যাতে কোনওভাবেই সংস্পর্শে আসতে না পারে, সে কারণে হাতের ব্য়বহার যতটা সম্ভব কমানো হয়েছে। ট্রেনের হাতল, ছিটকিনি তামা দিয়ে মোড়া হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, ভাইরাস নাশ করতে পারে তামা। তামার মধ্য়ে ভাইরাস ধ্বংস হয়ে যায়।