Barak UpdatesHappeningsBreaking News
করোনায় মৃতদের পোড়ালে অস্পৃশ্য নয়, বার্তা ছড়াতে রাইজিং সদস্যদের মহাভোগের প্রসাদ
২১ সেপ্টেম্বর : কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের শেষকৃত্য সম্পন্ন করছেন রাইজিং ইয়ুথ স্টারের সদস্যরা। সোমবার শিলচর অম্বিকপট্টির শ্রীশ্রী অম্বিকেশ্বর শিবমন্দিরে তাঁদের দশজনকে মহাভোগের প্রসাদ দেওয়া হয়। মন্দির পরিচালনা কমিটির পক্ষে বিশ্বজিৎ দেব বলেন, মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো সমাপনের পর তাঁদের মধ্যে মহাভোগের প্রসাদ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, করোনা মহামারীতে মৃত্যু হওয়া লোকেদের শিলচর শ্মশানঘাটে সৎকার করছেন তাঁরা। কোভিড সংক্রমণের ভয়ে যখন শেষকৃত্য সম্পন্ন করতে অনেকেই ভয় করছেন, এমন এক জটিল সময়ে তাঁরা সমাজের স্বার্থে দাহের কাজটি করছেন৷
অথচ অনেকে তাদেরই অস্পৃশ্য বলে উল্লেখ করছেন। বিশ্বজিতবাবু বলেন, তাঁরা কোনও ভাবেই অস্পৃশ্য বা কোভিড-১৯ সংক্রমণের বাহক হতে পারেন না। আগামীদিনে তাদের কোনও অসুবিধা হলে তাঁরা পাশে রয়েছেন, সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করে মন্দির কমিটি৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল কর, দেবাশিস পুরকায়স্থ, কৃপাসিন্ধু দেব, সুবীর দেব, রাজকুমার কুর্মী প্ৰমুখ।