NE UpdatesHappeningsBreaking News
করোনা প্রতিরোধে কামাখ্যা মন্দিরে ভোগ বিতরণ বন্ধ
১৭ মার্চ : মঙ্গলবার থেকে কামাখ্যা মন্দিরে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ বন্ধ করে দেওয়া হল। এর পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে গিয়ে কর্তৃপক্ষ মন্দির চত্বরে ঢোকা ও বেরিয়ে যাওয়ার সময় ভক্তদের হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরের মেঝে ও রেলিংগুলো পরিচ্ছন্নতার অঙ্গ হিসেবে কর্মীরা নিয়মিতভাবে ধুয়ে-মুছে পরিষ্কার করছেন ভক্তদের জন্য। প্রয়োজনে হেলথ ডেস্ক-এর ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, কামাখ্যা মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। মন্দিরের বর্তমান পরিকাঠামো নির্মাণ করার পরও বেশ কয়েকবার এটি সংস্কার করা হয়েছে। এই কামাখ্যা মন্দিরে পূর্ব থেকে পশ্চিমে মোট চারটি ভাগ রয়েছে। এগুলো হচ্ছে গর্ভগৃহ এবং তিনটি মন্ডপ, স্থানীয়ভাবে এগুলোকে বলা হয়, কালান্ত, পঞ্চরত্ন ও নাটমন্দির।