India & World UpdatesHappeningsBreaking News

করোনা কয়েক দশক ভোগাবে, বলল হু

২৩ জুন: প্রতি ২৪ ঘণ্টায় করোনা-আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে। আর লকডাউন তুলে সবাই ধাপে-ধাপে ছন্দে ফেরার চেষ্টা করছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দাবি, বিপদ এখনও কাটেনি। দুবাই কর্তৃপক্ষ আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে হু-র প্রধান টেডরস অ্যাডানম গেব্রিয়েসাস বললেন, ‘‘আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের। এটা শুধু স্বাস্থ্য সঙ্কট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সঙ্কটও।’’ কোভিড-যুদ্ধ জিততে সব দেশকেই ফের একজোট হওয়ার ডাক দিলেন তিনি।

এরই মধ্যে তবু স্বস্তির খবর বিশ্বের নানা প্রান্ত থেকে। নেদারল্যান্ডসে হু-হু করে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশের কোনও প্রান্ত থেকেই নতুন সংক্রমণের খবর মেলেনি বলে দাবি ডাচ স্বাস্থ্য মন্ত্রকের। ইটালিতেও করোনা-মৃত্যুর হার ক্রমশ কমছে বলে দাবি সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker