India & World UpdatesAnalyticsBreaking News
করোনায় মারা গেলেন ৯৩ ডাক্তার, জানাল আইএমএ
১৪ জুলাই : দেশে কোভিড রোগীর চিকিতসায় গিয়ে এ পর্যন্ত মোট ৯৩ জন চিকিতসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। আইএমএ-র মুখ্য চিকিতসক ডাঃ রাজন শর্মা জানান, কোভিড-১৯ রোগীর চিকিতসায় দায়িত্ব পালন করে দেশে এ পর্যন্ত ৯৩ জন চিকিতসক প্রাণ হারিয়েছেন। সারা দেশে আক্রান্ত হয়েছেন মোট ১২৭৯ জন চিকিতসক।
তিনি জানান, আক্রান্ত এই চিকিতসকদের মধ্যে ৩৫ বছরের কম বয়সী ৭৭১ জন, ৩৫ বছরের উপর ২৪৭ জন ও ৫০ বছরের উপরে আরও ২৬১ জন চিকিতসক রয়েছেন। তিনি বলেন, এই সংখ্যার মধ্যে নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী অন্তর্ভুক্ত নন। অন্যদিকে ডাঃ জয়দেবন জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত করোনায় ১১০ জন চিকিতসকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংখ্যা দেখতে গেলে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ২৩ শতাংশ, তামিলনাড়ুতে ১৬ শতাংশ, গুজরাট ও দিল্লিতে ১১ শতাংশ এবং উত্তর প্রদেশে ৯ শতাংশ।