India & World UpdatesHappeningsBreaking News
করোনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বিধায়ক
২৪ জুনঃ ভোটের লড়াইয়ে বিরোধীদের হেলায় হারালেও করোনা-যুদ্ধে হার মানতে হল তাঁকে। মারা গেলেন পশ্চিমবঙ্গের বিধায়ক তমোনাশ ঘোষ। করোনায় আক্রান্ত হওয়ার পরই একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।
তমোনাশ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তৃণমূলের টিকিটে জিতে তিনি তিনবার বিধায়ক হন। ১৯৯৮ থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
ফলতার বিধায়ক তমোনাশ অসুস্থতাকে প্রথম দিকে গুরুত্ব দেননি। গুরুতর হয়ে ওঠার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তমোনাশ ঘোষের সুস্থ হয়ে ওঠা নিয়ে উদ্বেগ গোপন করেননি। তমোনাশের পরিবারের আরও কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সময়মতো চিকিৎসা করিয়ে তাঁরা সবাই সুস্থ হয়ে ফিরেছেন বলে, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। যাঁরা রোগ গোপন করতে চেয়েছেন বা গুরুত্ব দেননি, তাঁদেরই বিপদ বেড়েছে— এমনও বলেছিলেন তিনি।
গত তিন দিনে দ্রুত পরিস্থিতির অবনতি হতে থাকে তাঁর। একে একে নানা অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সকালে জানিয়েছে, মাল্টি অর্গ্যান ফেলিওরেই বিধায়কের মৃত্যু হয়েছে। তমোনাশ ডায়াবেটিক ছিলেন। যাঁর জেরে কোভিডের বিরুদ্ধে তাঁর লড়াইটা আরও কঠিন হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি থাকার সময়ই তাঁর বুকে প্রচুর কফ জমেছিল। অস্ত্রোপচার করে সেই কফও বের করেছিলেন চিকিৎসকরা। তবুও শেষরক্ষা হয়নি।