Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ সিভিলে ডায়ালিসিস ও সনোগ্রাফি সেন্টারের উদ্বোধন করলেন সাংসদ কৃপানাথ
২১ মে : ডাযাবেটিস রোগীদের ডায়ালিসিস করার জন্য আর শিলচর গুয়াহাটি যেতে হবে না। করিমগঞ্জ সিভিল হাসপাতালেই এখন থেকে ডায়ালিসিসের সুবিধা পাবেন রোগীরা। বুধবার ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৌলতেই করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিসের সুবিধা হয়েছে। জেলাশাসক আনবামুথান এমপির পৌরোহিত্যে অনুষ্ঠিত এ দিনের উদ্বোধনী সভার শুরুতে উদ্দেশ্য ব্যখ্যা করে বক্তব্য পেশ করেন জেলা স্বাস্থ্য অধিকর্তা ডা. অনুপ কুমার দৈত্যারি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ইউনিটটির শুভ উদ্বোধন করেন সাংসদ সহ জেলার চার বিধায়ক ও বিশিষ্টজনেরা।
উদ্বোধনের পর প্রজেক্টারের মাধ্যমে ডায়ালিসিস কী এবং এর পদ্ধতিগুলো তুলে ধরেন এই ইউনিটের টেকনিশিয়ান। করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে পাঁচটি শয্যা থাকবে এবং প্রতিদিন মোট ১৫ জনের ডায়ালাসিস করা যাবে। করিমগঞ্জ অসামরিক হাসপাতাল পরিচালন সমিতির সভাপতি তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে বলেন, করিমগঞ্জ অসামরিক হাসপাতালের ডায়ালিসিস ইউনিটটি কোভিড-১৯ সেন্টার থেকে দূরে রাখা হয়েছে। তাই কোনও ধরনের সংক্রমণের আশঙ্কা নেই। ডায়ালিসিস ইউনিটের প্রয়োজনীয়তা নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন এআইডিসি-র চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। তার পর একে একে বক্তব্য পেশ করেছেন বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক প্রণব নাথ প্রমুখ।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. অরুণাভ চৌধুরী বলেন, এটা একটা ইউনিট মাত্র। এখানে নতুন কোনও কিডনি রোগীর ডায়ালিসিস শুরু হবে না। সে রকম পরিকাঠামো এখনও তৈরি হয়নি। করিমগঞ্জ অসামরিক হাসপাতালের ইউনিট শুধু ডায়ালিসিস পদ্ধতি চালিয়ে যেতে পারবে। যে সকল রোগীর অন্য কোথাও ডায়ালিসিস শুরু হয়ে গেছে, একমাত্র তাদেরই ডায়ালিসিস প্রক্রিয়া চালু রাখতে সাহায্য করবে এই ইউনিট।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক রুথ লিয়েনথাং, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, সুদীপ চক্রবর্তী, মুন স্বর্ণকার, শিপ্রা গুণ প্রমুখ উপস্থিত ছিলেন। ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতালের প্রসূতি বিভাগে অত্যাধুনিক একটি সোনোগ্রাফি সেন্টারের উদ্বোধন করেন সাংসদ কৃপানাথ মালাহ্। এর পরই হঠাত্ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তিনি চলে যান আবর্ত ভবনে। সম্ভবত উচ্চ রক্তচাপজনিত কারণেই হঠাত্ করে শরীর খারাপ হয়ে গিয়েছিল সাংসদের।