Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

করিমগঞ্জ পুলিশের ব্যতিক্রমী আয়োজন, কাটাতারের বাইরের গ্রামে বিহুর আনন্দ

ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি : বিহুর আনন্দে মেতে উঠল করিমগঞ্জ জেলার কাঁটাতারের বাইরের গ্রাম । জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী আয়োজন । সীমান্তবাসীর সঙ্গে এবারের বিহু উদযাপন করল করিমগঞ্জ পুলিশ ।

সোমবার বিহুর খই, গুড়, পিঠা নিয়ে সীমান্তে ছুটে যান করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া। ভারত-বাংলাদেশের সীমান্তের কাঁটা তারের বাইরে থাকা গোবিন্দপুর সহ লাফাশাইল গ্রামের বাসিন্দাদের অসমিয়া গামোছা দিয়ে বরণ করে তাদের হাতে তুলে দেন বিহুর উপহার সামগ্রী । সীমান্তের গ্রামে পুলিশ সুপারকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা গ্রামের বাসিন্দারা ।

রবিবার গোবিন্দপুর গ্রামে উপস্থিত হয়ে করিমগঞ্জের পুলিশ সুপার বললেন, গোবিন্দপুর ও লাফাসাইল গ্রাম দুইটি আমাদের রাজ্যেরই অংশ । দেশ ভাগের ফলে কাঁটা তারের বাইরে চলে যায় দুইটি গ্রাম । এখানে বসবাসরত গ্রামের অধিকাংশ মানুষ কিছুটা অসহায় । এবারের রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিহু উদযাপন করা হয়েছে । তাই বিশেষ কার্যসূচি নেওয়া হয়েছে করিমগঞ্জ পুলিশের পক্ষ থেকে । দুই গ্রামের মানুষ যাতে বিহুর আনন্দে সামিল হতে পারে, তার জন্য পুলিশের পক্ষ থেকে বিহুর উপহার তুলে দেওয়া হয়েছে গ্রামবাসীদের মধ্যে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker