Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত ১৬ বিএসএফ

ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : করিমগঞ্জে করোনার প্রভাব বেড়ে গিয়েছে৷ বুধবার জেলায় ১০৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ ২১ জন পজিটিভ ধরা পড়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন পাথারকান্দি ব্লকের দোহালিয়ার বিএসএফ ক্যাম্পের জওয়ান৷ তাঁরা বর্তমানে করিমগঞ্জ সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন৷ সব মিলিয়ে এই সময়ে করিমগঞ্জ সরকারি হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা ৪৬ জন।এনএইচএমের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার হানিফ মহম্মদ বলেন, ১৬ জন সীমান্ত রক্ষী জওয়ানের চিকিৎসার প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে । কী ভাবে তাঁরা আক্রান্ত হলেন, খতিয়ে দেখা হচ্ছে৷

এ দিকে, সোমবার পশ্চিমবঙ্গ থেকে আগত ৭৫ বছরের এক বৃদ্ধের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে৷ করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কোভিড টেস্ট করে তাঁর পজিটিভ ধরা পড়ে৷ সে রাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এখনও তাঁর মৃতদেহ মর্গে রাখা৷ জেলা প্রশাসন থেকে নির্দেশ না আসা পর্যন্ত সৎকার করা হচ্ছে না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker