Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার
ওয়েটুবরাক, ২৪ আগস্ট : ২১ আগস্ট তাকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছিল৷ নাম আব্দুল মজিদ৷ মঙ্গলবার তাকে করিমগঞ্জ আদালতে তোলার জন্য আনা হয়েছিল৷ হঠাৎ শৌচাগারে যেতে চায়৷ পিআই অফিসের শৌচালয়ে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অনেকক্ষণ ধরে তার সাড়াশব্দ না পেয়ে বাইরে অপেক্ষারত রক্ষী ভেতরে ঢুকে দেখে, ভেন্টিলেটরের কাঁচ ভেঙে পালিয়ে গিয়েছে সে৷ পরে ডিএসপি গীতার্থ দাস নিজে তাকে খুঁজে বার করার জন্য মাঠে নামেন৷ জেলা জুড়ে গোয়েন্দা সূত্রকে কাজে লাগানো হয়৷ শেষে অবশ্য কয়েকঘণ্টার মধ্যে তাকে ফের ধরে আনা হয়৷
প্রশ্ন ওঠে, কয়েদিদের ব্যবহারের জন্য শৌচাগারের জানালা বা ভেন্টিলেটর এমন রাখা হয় কেন যে, এরা ওই পথে পালিয়ে যেতে পারে? প্রায়শই নানা জায়গায় কয়েদি বা ধৃত অভিযুক্তরা শৌচালয়কেই যখন পালানোর জন্য ব্যবহার করছে, তখন এগুলির জানালা-ভেন্টিলেটরে গ্রিল লাগানো যায় না!