Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে ৫০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত

ওয়েটুবরাক, ১৭ জানুয়ারি : করিমগঞ্জ জেলায় ৭ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে৷ মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ধরা পড়ে সেগুলি৷ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারমূল্য ৫০ কোটি টাকা৷

Rananuj

সোমবার শেষ রা‌তে বদরপুরের মাইজ বাগারগুল এলাকার এ‌ডি ক‌্যা‌ম্পের পু‌লিশ  ভি‌ডি‌পি কর্মী‌দের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়৷ অ‌ল্টোচালক হা‌ফিজ উ‌দ্দিন (৩৬) ধরা পড়লেও অন‌্যরা রা‌তের অন্ধকা‌রের সু‌যো‌গে পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়। এএস‌পি পার্থপ্রতিম দাস জানান, সোমবার রা‌তে বদরপু‌রের গৃহরক্ষী বা‌হিনী ও পু‌লি‌শের টহ‌লের সময় গাড়িটিকে দেখে সন্দেহ হয় তাদের৷ ৫০ কোটি টাকার ট্যাবলেট ধরা পড়ায় এটিই রা‌জ্যের ম‌ধ্যে সর্বোচ্চ রেকর্ড। এন‌ডি‌পিএস আইনে এক‌টি মামলা হা‌তে নি‌য়ে তদন্তে নেমেছেন তারা৷ এই নেশা সামগ্রীগুলো কোথা থেকে সংগ্রহ ক‌রে কোথায় পৌঁছানোর মতলবে ছিল পাচারকা‌রীরা, তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker