Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে বাড়ি গিয়ে ভোট আদায় শুরু

ওয়েটুবরাক, ২২ মার্চ :  করিমগঞ্জ জেলায় রবিবার থেকে এবসেন্টি ভোটারদের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবসেন্টি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের এই প্রক্রিয়া চলবে ২৬ মার্চ পর্যন্ত । এদিন ৭৯টি দল জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহ করে । নির্বাচন কমিশনের নির্দেশে এবার নির্বাচনে আশি বছরের উর্দ্ধের ভোটার, দিব্যাঙ্গ ভোটার ও কোভিড পজিটিভ বা কোভিড লক্ষণ থাকা ব্যক্তিদের এবসেন্টি ভোটার হিসেবে পরিগণিত করা হয়েছে ।
করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা আসনের মোট ৪১৮২ জন ভোটারের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করা হবে ।৮০ বছরের উর্ধ্বের ৩১৭৯ জন এবং ১০০৩ জন দিব্যাঙ্গ  ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোট দান করবেন । স্থানীয় নীলমণি স্কুলের খেলার মাঠ থেকে রবিবার সকালে পোস্টাল ব্যালট নিয়ে ভোটকর্মীরা নিজেদের গন্তব্যে পৌঁছান। রাতাবাড়়ি আসনের ১৮৩ জন, পাথারকান্দির ২০১ জন, উত্তর করিমগঞ্জের ১৯৯ জন, দক্ষিণ করিমগঞ্জ আসনের ২০৪ জন এবং বদরপুরের ২১৬ জন দিব্যাঙ্গ ভোটারের ভোট পোস্টাল ব্যালটে গ্রহণ করা হবে ।
অন্যদিকে রাতাবাড়ি আসনের ৬৯৯ জন, পাথারকান্দি আসনের ৭৫৪ জন, উত্তর করিমগঞ্জ আসনের ৬০২ জন,  দক্ষিণ করিমগঞ্জ আসনের ৬৯৪ জন এবং বদরপুরের ৪৩০ জন আশি বছরের উর্দ্ধের ভোটারের ভোট পোস্টাল ব্যালটে নেওয়া হবে । উল্লেখ্য, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া সুুুষ্ঠু রাখতে ও শান্তিপূর্ণ ভোটদান সুনিশ্চিত করতে পুলিশও ছিল ভোটকর্মীদের দলে। ভোটদানের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয় । ভোটদান শেষ হওয়ার পর ভোটের বাক্স নিয়ে এসে করিমগঞ্জে রিটার্নিং অফিসারের হেডকোয়ার্টারে বুঝিয়ে দেন। করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমেকড়া নিরাপত্তায় ভোটের বাক্স রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker