Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে প্লাজমা দাতা সাংবাদিককে সংবর্ধনা
২১ নভেম্বর: করোনা অতিমারির সময় সমাজের নানা সংগঠনের সঙ্গে মানুষ ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় নিজেদের কাজের ফাঁকে মানবসেবা করতে ভুলেননি সাংবাদিকরাও। তবে তাঁদের মধ্যেও একটু আলাদাভাবে মানুষের সেবা করতে দেখা যায় লাতুর সংবাদ প্রতিনিধি সুদীপ দাসকে৷ নিজের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুস্থ লোকদের জন্য কীভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা যায়, তার জন্য জেলার নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিবিশেষের সঙ্গে কথা বলে তাদের নিকট ত্রাণ পৌঁছে দেন।
পরবর্তী সময়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন৷ চিকিৎসা চলাকালেও সেবামূলক কাজ অব্যাহত থাকে। পরে শিলচরে গিয়ে প্লাজমা দান করেন করিমগঞ্জের সাংবাদিক সুদীপ দাস। তিনিই করিমগঞ্জের একমাত্র প্লাজমা দাতা৷ এই মহৎ কাজের জন্য বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর করিমগঞ্জ কার্যস্থানের পক্ষ থেকে সুদীপকে “কোভিড বন্ধু সম্মান” জানানো হয় । এ উপলক্ষে এক অনুষ্ঠনে তাকে উত্তরীয়, স্মারক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক মনোরঞ্জন প্রধান, অলক পাল, বিবেকানন্দ কেন্দ্রের প্রাক্তন অধ্যাপক মৃণাল কান্তি দত্ত, সংযোজক অরুপ রায় ,সহ সংযোজক গৌতম দেব, বিষ্ণুপদ নাগ,অপরূপ দাস, অমর কৃষ্ণ সাহা, রাজু চক্রবর্তী, সুচন্দনা দেব সরকার, রাজশ্রী দে চক্রবর্তী, কুন্তলা চৌধুরী, শ্রাবণী পাল, প্রতিমা ভট্টাচার্য, বিভাস চন্দ্র দাস, পার্থ দাস প্রমুখ ।প্লাজমা দান করায় সুদীপকে অভিনন্দন জানিয়েছেন করিমগঞ্জ প্রেস ক্লাব মুখ্য উপদেষ্টা হাবিবুর রহমান, সভাপতি মিহির দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।