ওয়েটুবরাক, ১৬ মার্চ: রাজ্য সরকার ২৩ মার্চের মধ্যে সব এরিয়ার সেলারি বিল,ওয়েজেস, গ্রান্ট ইন এইড বিল ট্রেজারিগুলোতে দাখিল করার নির্দেশ জারি করেছে। অর্থ বছরের শেষের দিনগুলোতে ট্রেজারির ভিড় এড়াতে ট্রেজারিগুলিতে কন্টিনজেন্সি এবং নন-সেলারি বিলগুলি ট্রেজারিতে দাখিলের জন্য ২৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে ট্রেজারিগুলি ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে মাসের চতুর্থ শনি ও রবিবার ছুটির দিনেও খোলা রাখতে বলা হয়েছে। অর্থ বিভাগের এই নির্দেশনায় নির্বাচনের প্রস্তুতিকালীন সময়ে ট্রেজারিগুলির অর্থবছরের শেষের দিনগুলোতে স্বাভাবিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে প্রশাসনকে বলা হয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ ও পাথারকান্দি কোষাগারের ট্রেজারি অফিসার বিশ্বজিৎ পাল সরকারি নির্দেশ অনুসারে বিলগুলি নির্দিষ্ট সময়ের আগে ট্রেজারিতে দাখিল করার আবেদন জানিয়েছেন।