Barak UpdatesHappeningsBreaking News

কংগ্রেসে থেকেই বিজেপি সরকারকে সমর্থন, পদ ছেড়ে ঘোষণা কমলাক্ষের

ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি : বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রদেশ কংগ্রেস কার্যবাহী সভাপতি পদে ইস্তফা দিয়েছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে লেখা পদত্যাগ পত্রে তিনি জানান, পদ ছাড়লেও কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসেবে থেকে থাকবেন৷ তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন, এর কোনও উল্লেখ নেই সেখানে৷ এর পরপরই অবশ্য কমলাক্ষ বিষয়টি স্পষ্ট করে দেন৷ ঘোষণা করেন, কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকেই তিনি বিজেপি সরকারকে সমর্থন করবেন৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানান৷ তাঁকে আক্ষরিক অর্থেই বুকে টেনে নিয়ে বললেন, কেন্দ্র-রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখেই কমলাক্ষের এমন সিদ্ধান্ত৷

Rananuj

কয়েক মাস ধরেই আয়ের অতিরিক্ত সম্পত্তি সহ নানা অভিযোগে বিদ্ধ হচ্ছিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ কখনও তাঁর চা বাগানের অংশীদারদের ডেকে জেরা, কখনও তাঁর দাদা-বৌদিকে ডাকা হচ্ছিল মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখার সদর দফতরে৷ শেষে তাঁর করিমগঞ্জের বাড়িতে হানা দেন তদন্তকারীরা৷ কী কী পাওয়া গিয়েছে সেখানে, বিধায়কের বিরুদ্ধে কী কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনও জবাব মিলছিল না৷ বুধবার সব জবাব মিলেছে বলেই সামাজিক মাধ্যমে দিনভর চর্চা হচ্ছে৷ হিমন্ত বা কমলাক্ষ এ নিয়ে নীরব থাকলেও সামাজিক মাধ্যমে অনেকেই স্পষ্ট লিখে দিয়েছেন, এখন আর ভিজিল্যান্সের হানা হবে৷ তবে আক্ষেপও ব্যক্ত করেন অনেকে৷ তাঁদের বক্তব্য, বাঙালি এবং বরাক উপত্যকার স্বার্থে একজনই বিধানসভায় সরব ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker