Barak UpdatesHappeningsBreaking News
এসএলআরএম প্রজেক্টের মহিলাদের সম্মান জানিয়ে ছন্দনীড়ের নারী দিবস পালন
৮ মার্চ : নারী দিবসে শিলচর এসএলআরএম প্রজেক্টের মহিলাদের সম্মান জানিয়ে একটু অন্যভাবে দিনটি পালন করেছে শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়। এ দিন সকালে সংগঠনের সদস্যরা প্রথমে অনুষ্ঠানের মুখ্য অতিথি কাছাড়ের ডিডিসি জেসিকা লালসিম ও প্রশাসনের আরেক মহিলা আধিকারিক নননীতা হাজরিকাকে সম্মান জানান। সংস্থার সদস্যরা এই দুজনকে উত্তরীয় ও উপহার তুলে দেন।
এরপরই শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান। প্রথমে সংস্থার পক্ষ থেকে পার্থ শীল এই দিনটির উদ্দেশ্য ব্যাখ্যা করার পাশাপাশি ছন্দনীড়ের সমাজসেবামূলক বিভিন্ন কাজকর্মের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রজেক্টের মহিলারা নিজেদের সংসারের কাজকর্মকে একপাশে সরিয়ে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। এ শহরকে সুন্দর ও সাফসুতরো করে রাখার জন্য তাঁদের এই ভূমিকাকে তিনি অভিবাদন জানিয়াছেন।
এরপর তিনি এই প্রকল্পের মহিলা কর্মীদের উদ্দেশে দেওয়া মানপত্র পাঠ করেন। মানপত্র পাঠের পর সংস্থার সদস্যদের এটি তুলে দেন সংস্থার সদস্যরা। সবার পক্ষে এটি গ্রহণ করেন ডিডিসি জেসিকা লালসিম। এর পাশাপাশি ছন্দনীড়ের পক্ষ থেকে নির্বাচিত ১০ জনকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
পরে বক্তব্য রাখতে গিয়ে ডিডিসি বলেন, মহিলা দিবসে ছন্দনীড়ের এই উদ্যোগ প্রশংসনীয়।তিনি সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করারও আশ্বাস দেন। শেষে সংস্থার সম্পাদক ভাস্কর দাস ধন্যবাদসূচক বক্তব্য রাখেন।