NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
এমিরেটাস সম্মান ডা. এইচকে চৌধুরীকে
ওয়েটুবরাক, ২৫ এপ্রিল : চিকিৎসাবিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের জন্য ডা. এইচকে চৌধুরীকে আজীবন এমিরেটাস প্রেসিডেন্ট অব এফওপিআই-র স্বীকৃতি দিল ফোরাম অব অপথালমিক প্রফেসরস অফ ইন্ডিয়া (এফওপিআই)৷ ছত্তিশগড়ের রায়গড়ে আয়োজিত পঞ্চম সর্বভারতীয় সম্মেলনে সাতজন শিক্ষককে এই সম্মান জানানো হয়৷ ডা. চৌধুরী ছাড়াও সম্মানিতদের মধ্যে রয়েছেন মাদুরাই অরবিন্দ আই হসপিটালের ডিরেক্টর ডা. পি নামপেরুমলস্বামী, আহমেদাবাদ রেটিনা ফাউন্ডেশনের ডিরেক্টর ডা. পিএন নাগপাল, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন উপদেষ্টা ডা. কেপিএস মালিক, কর্নাটক মেডিক্যাল ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডা. এসসি শেট্টি প্রমুখ৷
গুয়াহাটির আরআইও-র প্রাক্তন ডিরেক্টর ডা. এইচকে চৌধুরীর এই বিশেষ সম্মানলাভে বরাক উপত্যকার বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়৷ তাঁর অক্লান্ত পরিশ্রমেই শিলচরে গড়ে উঠেছে চৌধুরী আই হসপিটাল ও রেটিনা সেন্টার৷ এখানে আগামী বছর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করার কথাবার্তা চলছে বলে জানিয়েছেন সেন্টারের অ্যাকাডেমিক ডিরেক্টর, রেটিনা সার্জন ডা. হিমাদ্রী চৌধুরী৷