Barak UpdatesHappeningsBreaking News
এপিএসসি-তে বরাক থেকে অন্তত নয়জন, আয়ুষী-ঋতম্ভরারা শুরুর দিকে
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : আসাম পাবলিক সার্ভিস কমিশনের ফলাফলে বরাক উপত্যকা থেকে বেশ কয়েকজন উত্তীর্ণ হয়েছেন৷ এসিএস, এপিএস রয়েছেন হাফডজন৷ অন্যান্য বিভাগে নিযুক্তির জন্য এপিএসসি কর্তৃক মনোনীত হয়েছেন আরও কয়েকজন৷
ইউপিএসসিতে উত্তীর্ণ হাইলাকান্দির আয়ুষী কালোয়ার (১৬) এদিন এপিএসসিতেও এসিএস পদের জন্য মনোনীত হয়েছেন৷ এসিএস জুনিয়র গ্রেড মনোনীত হয়েছেন এসএম মেহবুব হাসান লস্কর (৩৪), সীমান্ত বিশ্বাস (৮০), আলমগীর আহমেদ লস্কর (৮৫), প্রিয়াঙ্কা ইয়ামনাম (৯২), ফুললালনগির চরাই (১০৩)৷ এপিএস জুনিয়র গ্রেডের জন্য বাছাই করা হয়েছে বরাক উপত্যকার ঋতম্ভরা নাথ (৪), অমর বনশাল (২০), গৌরব ভট্টাচার্যকে (৪৬)৷
এ ছাড়া বিডিও পদে মনোনীত হয়েছেন করিমগঞ্জের কুবাদ আহমেদ চৌধুরী৷ (২১)৷
মেহবুব হাসানের বাড়ি হাইলাকান্দি জেলার লালায়৷ তাঁর পিতা হিফজুর রহমান লস্কর শিক্ষকতা করেছেন৷ সীমান্ত বিশ্বাসের বাড়ি উদয়ন কমপ্লেক্সে৷ আলমগীর আহমেদ লস্কর বড়খলা বালিঘাটের বাসিন্দা৷প্রিয়াঙ্কার বাড়ি লক্ষ্মীপুরের পয়লাপুলে৷ চরাইর ঠিকানা, পাথারকান্দি, করিমগঞ্জ জেলা৷
পুলিশ সার্ভিস বা এপিএসের জন্য মনোনীত প্রার্থীদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে শিলচরের ঋতম্বরা নাথ। আমন বনশালের ঠিকানা নাজিরপট্টি৷ ঋতম্বরার পড়াশোনা শুরু হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার্স ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। কৃতী ছাত্রী ঋতম্বরা পরে হাইলাকান্দি থেকে করিমগঞ্জ শহরের বেবিল্যাণ্ড ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে চতুর্দশ স্থাথ দখল করে সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায়। পরে করিমগঞ্জ কলেজ থেকে উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ হয় সে। পরবর্তীতে দিল্লিতে গিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে পরে আইনে স্নাতক হন। ঋতম্বরা নাথ হাইলাকান্দির প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক, করিমগঞ্জের জেলা পরিষদের প্রাক্তন সিইও তথা অসম সরকারের সদ্য অবসরপ্রাপ্ত কমিশনার-সচিব শিলচর তারাপুর শিববাড়ি রোডের বাসিন্দা হেমকান্তি নাথের ছোট কন্যা।
আসাম পুলিশ সার্ভিসের জন্য অমল বনশালও মনোনীত হয়েছেন৷ তিনি শিলচর নাজিরপট্টির যুবক৷ এপিএস হয়েছেন গৌরব ভট্টাচার্যও৷ তিনি এইচপিসিতে চাকরি পেয়েছিলেন৷ বন্ধ হওয়ার ডামাডোলে ইস্তফা দিয়ে এপিএসসি-র প্রস্তুতি নিয়েছিলেন ৷