NE UpdatesAnalyticsBreaking News
এপিএসসির মূল পরীক্ষার ফলাফল ঘোষিত
গুয়াহাটি, ২ নভেম্বর : আসাম পাবলিক সার্ভিস কমিশন ২০২২ সালের মূল পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করেছে। আগামী ১৬ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে আসাম পাবলিক সার্ভিস কমিশনের নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব। আসাম পাবলিক সার্ভিস কমিশনের অধ্যক্ষ ভারত ভুষণ দেব চৌধুরী বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন।
আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আসাম পাবলিক সার্ভিস কমিশনের নির্বাচিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার। উল্লেখ্য, গত ৮, ৯ ও ১০ জুলাই মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যেসব পরীক্ষার্থী মূল পরীক্ষায় অংশ নিয়েছিল তারা আসাম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবে। ওয়েবসাইটে পিডিএফ ফরমেটে ফলাফল পাওয়া যাবে।
চলতি বছরের ২৬ মার্চ এপিএসসির ৯১৩ টি বিভিন্ন পদের প্রারম্ভিক পরীক্ষায় মোট ৭৪ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থী বসেছিল। গত এপ্রিল মাসে ঘোষিত ফলাফলে দেখা যায় ১০১৪৮ জন পরীক্ষার্থী প্রারম্ভিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদিকে এপিএসসির ২০২২ সালের মূল পরীক্ষা গত জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল। মূল পরীক্ষার জন্য নতুন করে এডমিট কার্ড প্রদান করা হয়।
প্রসঙ্গত আসাম পাবলিক সার্ভিস কমিশনের মূল পরীক্ষায় মোট ছয়টি প্রশ্নপত্র ছিল। প্রতিটি প্রশ্নপত্রে মোট ২৫০ নম্বর ছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম প্রশ্নপত্রটি ছিল রচনা সদৃশ এবং দ্বিতীয় থেকে ষষ্ঠ প্রশ্নপত্র সাধারণ জ্ঞান বিষয়ক রাখা হয়। নতুন নিয়ম অনুসারে এবার অনুষ্ঠিত হয়েছিল মূল পরীক্ষা।