India & World UpdatesHappeningsBreaking News
এনপিএর পরিমাণ কমল, মুনাফা বাড়ল স্টেট ব্যাঙ্কে
ওয়েটুবরাক, ১৯ মে : একদিকে ঋণের চড়া সুদ থেকে মোটা আয় করেছে স্টেট ব্যাঙ্ক। অন্যদিকে অনুৎপাদক সম্পদের (এনপিএ) পরিমাণ আরও কমাতে সফল হয়েছে। এই দুইয়ে ভর করে গত অর্থবর্ষে (২০২২-২৩) স্টেট ব্যাঙ্কের মোট মুনাফা ছুঁয়ে ফেলেছে ৮৩,৭১৮ কোটি টাকা। নিট মুনাফা তার আগের বছরের তুলনায় বেড়ে গেল ৫৯%। টাকার অঙ্কে দাঁড়াল ৫০,২৩২ কোটি ৪৫ লক্ষ। এর মধ্যে রয়েছে জানুয়ারি-মার্চ অর্থাৎ গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ঝুলিতে পোরা ১৬,৬৯৪ কোটি ৫১ লক্ষ টাকার লাভও। ওই তিন মাসে সরকারি ব্যাঙ্কটির নিট লাভ বৃদ্ধির হার ৮৩%।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২২ সালের জন্য তাঁদের শেয়ারহোল্ডারেরা শেয়ার পিছু ১১.৩০ টাকা করে লভ্যাংশ (ডিভিডেন্ড) পাবেন। ওই টাকা বণ্টনের রেকর্ড ডেট আগামী ১৪ জুন। অর্থাৎ ওই দিন যে সব লগ্নিকারীর হাতে স্টেট ব্যাঙ্কের শেয়ারের মালিকানা থাকবে, তাঁরাই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।