Barak UpdatesHappeningsCultureBreaking News
এনআইটিতে বর্ষবরণ, ধুনুচি নাচে মাতলেন পড়ুয়ারা
ওয়েটুবরাক, ১৭ এপ্রিল : বর্ষবরণ ঘিরে শিলচর এনআইটিতে উৎসবমুখর পরিবেশ৷ অসমিয়ারা বিহুর আয়োজন করছেন৷ কোথাও আবার দক্ষিণীরা নিজস্ব পরম্পরায় বর্ষবরণে মেতে উঠছেন৷ যে ভাষাগোষ্ঠীরই অনুষ্ঠান হোক না কেন, অংশ নিচ্ছেন সবাই৷
রবিবার সকালে ‘ঐকতান’-ও তাই সকলের উপস্থিতিতে ঐক্যের বার্তাই ছড়িয়ে দেয়৷ সাংস্কৃতিক শোভাযাত্রায় অধিকাংশ ছাত্রছাত্রী পা মেলায়৷ অনেকে ছিলেন নিজস্ব পরম্পরাগত পোশাকে৷ বহু বাঙালি ছাত্র অনুষ্ঠানে গিয়েছেন ধুতি-পাঞ্জাবী পরে, ছাত্রীদের প্রায় সবাই শাড়ি পরেছেন৷ এ যেন মিনি ভারতবর্ষ৷
প্রধান অতিথি শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়ও শোভাযাত্রায় অংশ নেন৷ উপস্থিত ছিলেন ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার কেএল বৈষ্ণবও৷ পরে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন এনআইটির বঙ্গভাষী ছাত্ররা৷ ডিরেক্টর বন্দ্যোপাধ্যায় জানান, ৬০ জন বাংলাদেশি ছাত্র রয়েছে৷ তাঁরাই মূল আয়োজক৷ সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ ও অসমের বাঙালি পড়ুয়ারা৷
সকালের পর্বের সমাপ্তি হয় ধুনুচি নৃত্যে৷ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা সুন্দর ধুনুচি নাচলেন৷ ফাঁকে ফাঁকেই বেজে উঠছিল ঢাকবাদ্য৷ পুরো অনুষ্ঠান উপভোগ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাস কম্যুনিকেশন বিভাগের অধ্যাপিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, এনআইটির স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন মৌসুমী সেন, অধ্যাপক বিনয়কৃষ্ণ রায়, অধ্যাপক এম আলি, অধ্যাপক একে বড়ভুইয়া প্রমুখ৷ বিকালে সঙ্গীত পরিবেশন করেন অতিথিশিল্পী সোমলতা ও অনন্যা চক্রবর্তী৷
সকালে উদ্বোধনী পর্ব থেকেই ধরা পড়ে, এ এক ব্যতিক্রমী অনুষ্ঠান৷ সাংসদ-ডিরেক্টর উপস্থিত থাকলেও প্রদীপ জ্বালানোর দায়িত্ব পড়ে সিনিয়র ছাত্রদের ওপর৷ তাঁরা তেল ঢালেন৷
জেলে, লালন ফকির, বরকনে সবই সেজেছেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা৷ কিন্তু উপস্থাপনা ভিন্ন ঢঙে৷ ফ্যাশন শোর আদলে সবাই নিজেদের সাজগোছ তুলে ধরেন৷ এর মধ্যে বরকনে সাজেন বাংলাদেশের বাসিন্দা দুই পড়ুয়া৷ মঙ্গলঘট কাঁখে একদল ছাত্রীও শাড়ি পড়ে তাতে অংশ নেন৷ সাজানো হয় সেকালের বাঙালির ব্যারিস্টার৷ নেতাজি, রবীন্দ্রনাথ, কাজি নজরুল, বিদ্যাসাগর, রামমোহন রায়, কাদম্বিনী গাঙ্গুলিকেও পরিচয় করিয়ে দেওয়া হয়৷
সাংসদ ডা. রাজদীপ রায় বলেন, বিভিন্ন নামে হলেও নববর্ষ উদযাপন হয় একই ধাঁচে৷ সকলের উদ্দেশ্য শেকড় অনুসন্ধান৷ তাই পরম্পরাকে আঁকড়ে ধরতে চান সবাই৷ এই দেশ যে বৈচিত্রে ভরা, তা এনটিআই-ই মনে করিয়ে দেয়৷