India & World UpdatesHappeningsBreaking News
এক দেশ এক ভোট : সাংসদদের মতামত জানতে চাইবে কমিটি
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির প্রথম বৈঠক শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিটি রাজনৈতিক দল এবং সংসদের সদস্যদের ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মতামত জানাতে অনুরোধ করা হবে। দ্বিতীয়ত, দেশের সংবিধান পর্যালোচনা করে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত আইন খতিয়ে দেখেই ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে জানানো হয়, সমান্তরাল নির্বাচন প্রসঙ্গে আইন কমিশনের মতামতও জানতে চাওয়া হবে।
‘এক দেশ, এক ভোট’ নিয়ে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছিল। প্রথম বৈঠকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন. কে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ সি. কাশ্যপ এবং প্রাক্তন মুখ্য পর্যবেক্ষণ কমিশনার সঞ্জয় কোঠারি। বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন। উপস্থিত ছিলেন না কেবল লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। যদিও তিনি যে এই প্রথম বৈঠকে থাকবেন না, তা আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও এই বৈঠকে উপস্থিত ছিলেন৷