India & World UpdatesHappeningsBreaking News
‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী চূড়ান্ত করতে প্রক্রিয়া শুরু শীঘ্রই, জানাল ইন্ডিয়া
ওয়েটুবরাক, ১ সেপ্টেম্বরঃ সমন্বয়ের ভিত্তিতে যত দ্রুত সম্ভব রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী চূড়ান্ত করার জন্য সমঝোতা প্রক্রিয়া শুরু করা হবে । মুম্বইয়ের বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্তই নিয়েছে ‘ইন্ডিয়া’। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে জানান, এ দিন মোট তিনটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অন্য দুটি হলো, ১৪ সদস্যের সমন্বয় কমিটির মাধ্যমে যৌথ প্রচার, কৌশল নির্ধারণের মতো বিষয়গুলি চূড়ান্ত করা। তৃতীয়ত, ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ স্লোগান সামনে রেখে দ্রুত রাজ্যে রাজ্যে ঐক্যবদ্ধ ভাবে জন সমাবেশ এবং প্রচার কর্মসূচি শুরু করা। এই তিন সিদ্ধান্তকে সামনে রেখেই আপাতত এগোতে চায় ‘ইন্ডিয়া’।
শুক্রবার মুম্বইয়ে দু’দিনের বৈঠক শেষ হওয়ার পর শরদ পওয়ারের কন্যা তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে জানিয়েছেন, দিল্লিতে হতে পারে চতুর্থ বৈঠক। তবে বৈঠকের দিনক্ষণ নিয়ে কিছু জানাতে চাননি এনসিপির ওই সাংসদ।