NE UpdatesHappeningsBreaking News
এএসপি শুভলক্ষ্মী দত্তের আত্মসমর্পণ, জামিন বিহীন ধারায় গ্রেফতার
গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর ঃ অবশেষে আত্মসমর্পণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার শুভলক্ষ্মী দত্ত। শিবসাগর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার হাজির হন তিনি। সেখানে আত্মসমর্পণের পরই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি শিবসাগর পুলিশের জিম্মায় রয়েছেন। জামিন বিহীন ধারায় শুভলক্ষ্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বন্ধের দিন থাকায় এএসপি শুভলক্ষ্মীকে বিশেষ আদালতে হাজির করা হবে বলে জানা যায়। ঘরের পরিচারিকা মহিলাকে নির্যাতন চালানোর অভিযোগে শুভলক্ষ্মীর বিরুদ্ধে নাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছিল। এর আগে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছিল। ২০১৯ সালে অনিল পাটর নামে এক হোমগার্ডকে নির্যাতন চালানো এবং রাজকুমার গগৈ নামের অন্য এক দেহরক্ষী জওয়ানকে শারীরিক হেনস্থা করার অভিযোগে শিবসাগর থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিশেষ পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং সাংবাদিক বৈঠক করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, পুরো ঘটনাটির তদন্তে রয়েছে সিআইডি। শীঘ্রই আত্মসমর্পণ না করলে এই পুলিশ আধিকারিককে পলাতক ঘোষণা করা হবে। এর আগেও মঙ্গলবার গুয়াহাটির একজন প্রাক্তন বিধায়কের বাসভবনে শিবসাগর পুলিশ অভিযান চালিয়েছিল, যদিও তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয়নি। এ ঘটনায় মানবাধিকার কমিশনও সরব হয়ে পড়েছিল।