India & World UpdatesHappeningsBreaking News
উপ নির্বাচনেও জয়যাত্রা অব্যাহত বিজেপির
৬ নভেম্বর : ছয় রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে জয়ের আধিপত্য অক্ষুণ্ণ রাখল বিজেপি। সাতটি আসনের মধ্যে বিজেপি চার রাজ্যে চারটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধীরা তিনটি রাজ্যের তিনটি আসনের একটিতে জয়ী হয়েছেন এবং দুটি আসনে এগিয়ে রয়েছেন।
উত্তর প্রদেশের গোলা গোরক্ষনাথ আসনে বিজেপি প্রার্থী আমন গিরি ৩৪২৯৮ ভোটে সমাজবাদী প্রার্থী বিনয় তিওয়ারিকে হারিয়ে জয়ী হয়েছেন। এই আসনে শুরু থেকেই বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন।
উপনির্বাচনে শুধুমাত্র বিহারে দুটি আসন ছিল। গোপালগঞ্জ এবং মোকামা। গোপালগঞ্জ আসনে বিজেপির কুসুম দেবী ১৭৯৪ ভোটে নিকটবর্তী আরজেডি প্রার্থী মোহনপ্রসাদ গুপ্তাকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে মোকামা আসনে আরজেডির নীলম দেবী বিজেপির সোনম দেবীকে ১৬৭৪১ ভোটে পরাজিত করেছেন।
ওড়িশার ধামনগর আসনের উপনির্বাচনে বিজেপির সুর্যবংশী সূরজ বিজু জনতা দলের অবন্তী দাসকে ৬২১৪ ভোটে পরাজিত করেছেন। তেলেঙ্গানার মুনুগোডে আসনে টিআরএস-এর প্রার্থী কুসুকুন্তলা প্রভাকর রেড্ডি বিজেপির কোমাতি রেডি রাজগোপাল রেড্ডির থেকে ৩১০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
হরিয়ানার একটি মাত্র আসন আদমপুরে বিজেপির ভাব্য বিষ্ণই কংগ্রেসের জয়প্রকাশকে ১৫৭৪০ ভোটে হারিয়ে দিয়েছেন। মুম্বইয়ের আন্ধেরি ইস্ট আসনে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর রুতুজা রমেশ লাটকে নির্দল প্রার্থী রাজেশ ত্রিপাঠীর থেকে এগিয়ে রয়েছেন।