NE UpdatesHappeningsAnalyticsBreaking News
উদ্বিগ্ন মেঘালয় সরকার, মৃতদের ৫ লক্ষ করে আর্থিক সাহায্য ঘোষণা
২২ নভেম্বর : আসাম মেঘালয় সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মেঘালয় সরকার। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সীমান্তের পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী সাংমা বলেছেন, আসাম মেঘালয় সীমান্তের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার মক্রতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় আসাম পুলিশ ও বনরক্ষী বাহিনীর গুলি চালনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মেঘালয়ের বাসিন্দা এবং অন্য একজন আসাম বনরক্ষী বাহিনীর জওয়ান। মুখ্যমন্ত্রী বিবৃতিতে ৫ জনের নাম উল্লেখ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন। মৃত ৫ ব্যক্তি হলেন থাল শাদাপ, নিখাসি ধর, সিক তালাঙ, তাল নারটিয়াং ও চিরুপ সুমের।
মুখ্যমন্ত্রী সাংমা বলেছেন, আসাম পুলিশ ও বনরক্ষী বাহিনী মেঘালয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। মেঘালয় সরকার মৃতদের ন্যায় পাইয়ে দিতে সব রকমের পদক্ষেপ করবে। সেইসঙ্গে এ ঘটনার জন্য যে দায়ী থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি মৃতদের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকার শিলং চেরি ব্লসম ফেস্টিভ্যাল সহ অন্য সব উতসব বাতিল ঘোষণা করেছে।
In an unfortunate incident that occurred at Mukroh village in West Jaiñtia Hills District, 6 persons died due to firing by Assam Police and Assam Forest Guards.
Out of the 6, 5 were Meghalaya residents & 1 is from the Assam Forest Guard@narendramodi @AmitShah @himantabiswa pic.twitter.com/KVZSYMksCz
— Conrad Sangma (@SangmaConrad) November 22, 2022
তিনি জানান, ঘটনার ঠিক পরেই সেখানে ছুটে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী লাখমেন রিম্বুই। মেঘালয় পুলিশের পক্ষ থেকে একটি এফ আই আর দায়ের করা হয়েছে। এ নিয়ে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তক্রমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাংমা মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন।