Barak UpdatesHappeningsCultureBreaking News
উদ্দীপনার মধ্যেই সম্পন্ন ভাবীকালের যুব নাট্য কর্মশালা
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর : “ভাবীকাল” আয়োজিত ১০ দিন ব্যাপী “যুব নাট্যকর্মশালা”-র শেষ হল। উপত্যকার নাট্যপ্রেমী যুবপ্রজন্ম নিজ উদ্দীপনায় চালিয়ে গেল তাদের নাট্যচর্চা। তাদের এই নাট্য-বন্দনার মার্গপ্রদর্শক-এর ভূমিকায় ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র প্রাক্তন নাট্যকর্মী, নাট্যপ্রশিক্ষক গুলিস্তা আলিজা ও “ভাবীকাল” নাট্যসংস্থা-এর পরিচালক শান্তনু পাল। কর্মশালাটি প্রযোজনা ভিত্তিক হওয়ায় এতে প্রশিক্ষার্থীরা পদ্ধতিভিত্তিক জ্ঞান অর্জন সহ পরিবেশনা নির্ভর কলাকৌশল সম্পর্কেও অবগত হয়েছে। কর্মশালার শেষ দিনে শহরের যুব প্রজন্মের মধ্যে নাট্যচর্চার উৎসাহকে প্রণোদিত করতে সোমবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গনজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক ড. চার্বাক , শিল্প কলা বিভাগের অধ্যাপক মুরলী বাসা সহ শহরের বয়োজ্যেষ্ঠ নাট্যকর্মীরা। তাছাড়া অনুষ্ঠান শেষে প্রশিক্ষার্থীরা নিজের নাট্যপ্রতিভার ছোট্ট একটি মহড়া প্রস্তুত করা সহ নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরে।