Barak UpdatesHappeningsBreaking News

উদয়াস্ত বন্দেমাতরম ও ভারতমাতার পূজায় স্বাধীনতার ৭৫ শিলচরে

ওয়েটুবরাক, ১৫ আগস্ট : স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে উদয়াস্ত বন্দেমাতরম কীর্তন‌ করল শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতি৷ সুর পরিবর্তন করে শিল্পীরা শুধু ‘বন্দেমাতরম’ ছড়িয়ে দিলেন৷ মূর্তি গড়ে হলো ভারতমাতার পূজাও৷ দুপুরে মহাপ্রসাদ বিতরণ৷ খিচুড়ি, সবজি, আলু ভাজা৷

এমন অভিনব স্বাধীনতা দিবস উদযাপন উত্তর-পূর্ব জুড়ে এই প্রথম৷ বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ দর্শনার্থীরা এসে বিস্মিত‌৷ ভক্তিভরে সবাই ভারতমাতার মূর্তিকে প্রণাম করে বন্দেমাতরম শোনেন৷ ৩৫ বছর ধরেই তাঁরা অবশ্য বন্দেমাতরম উৎসব করছেন৷ তবে এতকাল তা বন্দেমাতরম গান এবং মনীষীদের নিয়ে আলোচনাতেই সীমিত ছিল এই উৎসব৷ এ বার অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে পাঁচদিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়৷

১১ আগস্ট ছিল শহিদ বিপ্লবী ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, ১২ তারিখে রাখীবন্ধন, ১৩ আগস্ট বীর টিকেন্দ্রজিৎ দিবস, ১৪ আগস্ট স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে প্রভাতে বার হয় সাংস্কৃতিক শোভাযাত্রা৷ সন্ধ্যায় অধিবাস৷ ১৫ অগস্ট ভোর ৫টা ১২ মিনিটে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় বন্দেমাতরম৷

অন্যতম সংগঠক বিপ্লব দেবনাথ বলেন, আগে চিন্তা ছিল ১২ ঘণ্টা ধরে কে গাইবে! তাই চারটি দল তৈরি করা হয়েছিল৷ এরাই এক-এক ঘণ্টা গাইবে, পরিকল্পনা ছিল৷ কিন্তু আজ বহু শিল্পীদল এসে বন্দেমাতরম গাইবার জন্য আগ্রহ প্রকাশ করে৷ শেষে আধঘণ্টা করে সময় দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker