NE UpdatesHappeningsBreaking News
উচ্চ-মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া ১৭ এপ্রিল থেকে শুরু
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: অসম রাজ্য স্কুল পর্ষদের অধীনে নতুন শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী ১৭ এপ্রিল থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের ‘দর্পণ’ অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২৫ এবং ২৬ এপ্রিল মেধার ভিত্তিতে ভর্তির প্রাথমিক তালিকা এবং অপেক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া। ৩০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অনলাইন ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এ সম্পর্কে বিস্তারিত নীতি-নির্দেশিকা স্কুল বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে।
1