Barak UpdatesHappeningsBreaking News
উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া ছাত্রীদের সংবর্ধনা জানালো উইমেন্স কলেজ শিলচর
ওয়েটুবরাক, ১৪ মেঃ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়া কলেজের কলা বিভাগ ও বাণিজ্য বিভাগ থেকে ১০ জন ছাত্রীকে উপহার ও স্মারক দিয়ে উৎসাহিত করল উইমেন্স কলেজ শিলচর।
মঙ্গলবার কলেজের ভগিনী নিবেদিতা সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন কলেজের অধ্যক্ষা ড. দেবশ্রী দত্ত সহ অধ্যাপকেরা। সম্মাননার মধ্যে রয়েছে একটি করে উপহার, শংসাপত্র ও স্মারক।
ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ দত্ত বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজের ছাত্রীদের এই ধরনের ফলাফল তাদের নিজ নিজ ক্যারিয়ারে এগিয়ে যেতে উৎসাহ দেবে এবং পরবর্তী প্রজন্মের ছাত্রীদেরও অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য এদিনের পরবর্তী অনুষ্ঠানে এ বছরের টিডিসি ফাইনাল ইয়ারের ছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড. দত্ত বলেন, ছাত্রীরা যারা আজ এই কলেজের থেকে বেরিয়ে গিয়ে জীবনের এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে তারা যেন কলেজের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। কলেজের প্রাক্তনী সংস্থার সঙ্গে জড়িত থাকার জন্যও তিনি তাদের উৎসাহিত করেন। পরবর্তীতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শান্তনু দাস। এদিনের অনুষ্ঠানে কলেজের প্রাক্তনী সংস্থার তরফ থেকে কলেজের দৈনিক কাজে ব্যবহারের জন্যে একটি নোটিশ বোর্ড ও ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার দিকের লক্ষ্য রেখে কলেজের প্রাক্তনীরা ছাত্রীদের ব্যবহারের জন্য কিছু সংখ্যক সেনিটারি প্যাড অধ্যক্ষের হাতে তুলে দেন। প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে সকল প্রাক্তনী ছাত্রীদেরকে সংস্থার সদস্যপদ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নানান স্বাদের গান ও নৃত্য প্রদর্শন করে কলেজের ছাত্রীরা। দর্শন বিভাগের অধ্যাপক অল্পা শুক্লা ও সংস্কৃত বিভাগের বিভাগ প্রধান ডঃ নৃত্যেন্দু বিকাশ দাস মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।