Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস
ওয়েটুবরাক, ১৯ আগস্ট : স্বাধীনতার ৭৬ বছর পূর্তির অঙ্গ হিসেবে উইমেন্স কলেজ শিলচরে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান সূচি পালিত হয়। ১৩ আগস্ট কলেজের দত্তক গ্রাম দুধপাতিল খরিলপারে কলেজের এন এস এস ইউনিটের পক্ষ থেকে জাতীয় পতাকা এবং চারাগাছ বিতরণ করা হয় । ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অঙ্গ হিসেবে মাটির পাত্রে দেশের মাটি হাতে নিয়ে উইমেন্স কলেজ শিলচরের এন সি সি ইউনিট, এন এস এস ইউনিট, কলেজের ছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা গত ১৪ আগস্ট তারিখে শিলচরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন। পরবর্তী অনুষ্ঠান কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত সহ শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা ‘পঞ্চি প্রাণ প্লেজ’ এর অঙ্গীকার গ্রহণ করেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ডঃ অভিনন্দন চৌধুরী জাতীয় পতাকা সংরক্ষণের বিভিন্ন নিয়ম কানুন আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের প্রধান ডঃ সঙ্ঘমিত্রা দেবনাথ। অনুষ্ঠানের শেষে ছাত্রীরা মাটির প্রদীপ হাতে নিয়ে সেলফি তুলে ‘হর ঘর তিরঙ্গা নেট ডটকমে’ আপলোড করে। স্বাধীনতা দিবসে যথারীতি ছিল জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামের ওপর আলোচনা ইত্যাদি৷