India & World UpdatesHappeningsBreaking News
ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ৯ মার্চঃ ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। আজ মঙ্গলবার বিকেলে রাজ্যপাল বেবিরানি মৌর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ত্রিবেন্দ্র মন্ত্রিসভারই এক সদস্য ধনসিংহ রাওয়াত। গাড়োয়াল থেকে বিকেলেই রাজধানী দেরাদুনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
আগামী বছরই উত্তরাখণ্ডে বিধানসভার নির্বাচন। তার আগে বিজেপি-র অন্দরে ফাটল প্রকাশ্যে চলে এল। বেশ ক-জন বিধায়ক ত্রিবেন্দ্রর ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট গিয়েছিল, আগামী নির্বাচনে তিনি থাকলে দলের লাভের থেকে ক্ষতিই বেশি হবে। এর পরই নড়েচড়ে বসেন বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রমন সিংহ এবং দুষ্মন্ত গৌতমকে পাঠানো হয়েছিল। তাঁরা বিধায়কদের সঙ্গে, এমনকি ত্রিবেন্দ্রবাবুর সঙ্গেও কথা বলেন।
সোমবার মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে যান। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও বৈঠক করেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয়েছিল। এর পরই আজকের পদত্যাগ।