India & World UpdatesHappeningsSportsBreaking News

ইতিহাস সৃষ্টি করলেন ভারতের প্যারা অ্যাথলিটরা

ওয়েটুবরাক, ২৯ অক্টোবর : এবারের প্যারা এশিয়ান গেমসে ১১১টি পদক জয় ভারতের৷ এশিয়ান গেমসে যেখানে ১০৭টি পদক পেয়েছিল সেখানে প্যারা এশিয়াডে অতিরিক্ত ৪টি পদক আনল ভারত। বিশেষ ভাবে সক্ষমদের পদক তালিকায় রয়েছে ২৯টি সোনা, ৩১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ পদক। পদক তালিকায় ভারত পঞ্চম স্থানে। শীর্ষস্থানে রয়েছে চিন। ২০১০ প্রথম প্যারা এশিয়ান গেমসে ভারত ১৫তম স্থান পেয়েছিল। ২০১৪তে ১৫তম ও ২০১৮তে নবম স্থান পায় তাঁরা। এবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ২০১০ কমনওয়েলথ গেমসের পরে প্রথম ভারত কোনও মাল্টি স্পোর্টস ইভেন্টে পদকের সেঞ্চুরি করে। ভারতের অলিম্পিক সংস্থার প্রধান পিটি উষা বলেছেন, প্যারা অ্যাথলিটরা দেশকে গর্বিত করেছেন। আমরা প্যারিস প্যারা অলিম্পিকে আরও বেশি পদক জিতব। গতবারের তুলনায় ৩৯টি পদক বেশি জিতেছে ভারত। শুধু ব্যাডমিন্টন থেকে ২১টি পদক পেয়েছে তাঁরা। শেষদিনে ৪টি সোনা সহ ১২টি পদক এসেছে ভারতের। এবারের প্যারা এশিয়ান গেমসে ভারত ৩১৩ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল। এরমধ্যে ৫১ জন টোকিও প্যারা অলিম্পিয়ান ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker