Barak UpdatesHappeningsFeature Story
ইচাবিল উচ্ছেদ, বিরোধী দলের বিধায়করা দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
ওয়েটুবরাক, ১৮ জুলাই : সরকার নিয়ন্ত্রিত আসাম টি করপোরেশনের মালিকানাধীন করিমগঞ্জ জেলার ইচাবিল চা বাগান৷ সেখানে চলা উচ্ছেদ বন্ধ রেখে আলোচনার মাধ্যমে রাস্তা বের করতে আর্জি জানিয়েছেন বিরোধী বিধায়করা৷
বিধানসভার বিরোধী দলগুলি সোমবার এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন৷ তাঁরা পাথারকান্দির উচ্ছেদ বন্ধ করার নির্দেশ দিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আর্জি জানান৷ স্মারকপত্র দিয়ে বলেন, একদিকে এই সময়ে করোনার প্রকোপ বেড়ে চলেছে৷ অন্যদিকে, চলছে বন্যার দাপট৷ মানুষ এমনিতেই এখন দিশাহারা৷
প্রতিনিধি দলে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপনেতা রকিবুল হোসেন, ইউডিএফ বিধায়ক একে রসিদ আলম, সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার, রাইজর দলের অখিল গগৈ প্রমুখ৷ তাঁরা সুপ্রিম কোর্টের এক রায় উদ্ধৃত করে বলেন, আশ্রয়ের অধিকারও মৌলিক অধিকার৷ তাদের বিকল্প বাসস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না করে এ ভাবে গুঁড়িয়ে দেওয়াকে তাঁরা সংবিধান লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন বলে অভিযুক্ত করেন৷
মুখ্যমন্ত্রী শর্মা জানান, কারও যদি পাট্টা থাকার পরও বাড়িঘর গুঁড়িয়ে দেয়, সরকার তাদের ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করবে৷ কিন্তু জবরদখলকারীদের কোনও দয়া দেখানো হবে না বলে মুখ্যমন্ত্রী শুনিয়ে দেন৷