Barak UpdatesHappeningsBreaking News

ইউনিফর্ম বানিয়ে নয়, কেনার টাকা দেব ছাত্রদের, ঘোষণা হিমন্তের

৯ নভেম্বর: স্কুল ছাত্রদের ইউনিফর্ম নিয়ে কম কেলেঙ্কারি নয়৷ তাই আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর আর ইউনিফর্ম বানিয়ে দেওয়া হবে না৷ তাদের টাকা দিয়ে দেওয়া হবে৷ তাও টাকা স্কুল বা শিক্ষা বিভাগের মাধ্যমে বিতরণ করা হবে না৷ সরাসরি ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে৷ অর্থ দফতরের এক সভায় এ কথা জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি জানিয়েছেন, সে জন্য প্রতিটি স্কুল ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে৷ স্কুলের তরফেই ওই অ্যাকাউন্ট করে দেওয়া হচ্ছে৷ পরে সরকার ওই অ্যাকাউন্টে প্রতি বছর ইউনিফর্ম কেনার টাকা জমা করবে৷ শুধু ইউনিফর্মই নয়, অন্য কোনও সুযোগ পেয়ে থাকলে তাও ওই অ্যাকাউন্টেই জমা হবে৷

Rananuj

হিমন্ত চাইছেন, রাজ্যের তিন কোটি মানুষের প্রত্যেকের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক৷ আর তা একটি নেটওয়ার্কে যুক্ত হোক৷ যখনই কোনও নাগরিক কোনও সরকারি সুবিধে পাবেন. ওই অ্যাকাউন্টের মাধ্যমেই তা প্রদান করা হবে৷ তাতে একটা শক্তিশালী তথ্যব্যাঙ্ক গড়ে তোলা যাবে বলে দাবি করলেন মন্ত্রী হিমন্ত৷ তাঁর কথায়, তখন এক ক্লিকেই দেখা নেওয়া যাবে, কোন পরিবার কী কী সরকারি সুবিধে পেয়েছে এবং পাচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker