NE UpdatesAnalyticsBreaking News
আসুর সভাপতি পদ থেকে দীপাঙ্ক নাথের পদত্যাগ
গুয়াহাটি, ৮ ডিসেম্বর : ছাত্র সংস্থা আসুর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন দীপাঙ্ক নাথ। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আসুর কার্য নির্বাহক কমিটির বৈঠকে তিনি পদত্যাগ করেছেন। ইতিমধ্যে তাঁর এই পদত্যাগের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছাত্র সংস্থার কোনও পদাধিকারী এ পর্যন্ত এ বিষয়ে কিছু স্পষ্ট করেননি।
তাঁর এই পদত্যাগ নিয়েও সংবাদ মাধ্যমে চর্চা চলছে। একাংশ মনে করেন, সামনেই লোকসভা নির্বাচন। তাই এই নির্বাচনের আগে তাঁর কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ছাত্র রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে মূল রাজনীতিতে যাওয়ার একাধিক উদাহরণ রয়েছে। আবার কেউ কেউ মনে করেন, দলীয় সংঘাতের কারণেই তিনি আসুর পদ থেকে সরে গিয়েছেন। এনআরসি নিয়ে আন্দোলনের সময়ও সংস্থার সভাপতি হিসেবে তাঁর যেভাবে সক্রিয় থাকার কথা, তাঁকে সেভাবে দেখা যায়নি। ফলে এসবের পেছনে দলীয় সংঘাত দায়ী থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চর্চা যা-ই হোক, এই মুহূর্তে আসুর সভাপতি পদ থেকে দীপাঙ্ক নাথের পদত্যাগ রাজ্যজুড়ে চর্চার বিষয়।