NE UpdatesHappeningsBreaking News
আসাম-মেঘালয় সীমান্তে সংঘর্ষ, গুলি, হত ৫
গুয়াহাটি, ২২ নভেম্বর : কাঠ ভর্তি একটি ট্রাক আটকে দিতেই বিপত্তি। আসাম পুলিশ ও খাসি দুর্বৃত্তের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আসাম মেঘালয় সীমান্ত। সংঘর্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে তিন খাসি দুষ্কৃতী ঘটনাস্থলেই মারা যায়। বিপরীতে দুষ্কৃতী হামলায় আসাম পুলিশের এক জওয়ানও মারা যান। মৃত জওয়ান বিদ্যা সিং লেকথে। এ ঘটনায় অভিমন্যু নামে অপর এক জওয়ান জখম হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মেঘালয় সীমান্তে টান টান উত্তেজনা রয়েছে।
আসাম মেঘালয় সীমান্তের পশ্চিম কার্বি আংলঙ সংলগ্ন মেঘালয়ের মক্রতে মঙ্গলবার সকালে ঘটেছে এই ঘটনা। পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষে সব মিলিয়ে ৫ জন প্রাণ হারিয়েছেন। এ দিন সকালে আসাম পুলিশ একটি কাঠ ভর্তি ট্রাক বাজেয়াপ্ত করতেই প্রবল প্রতিবাদ জানায় খাসি দুষ্কৃতীরা। হাতে লাঠি ও অন্য অস্ত্র নিয়ে প্রায় তিনশ খাসি দুর্বৃত্ত বনকর্মী ও পুলিশের গাড়ি ঘেরাও করে রাখে। এরপরই তারা তাণ্ডব শুরু করে। মেঘালয়ের কিছু লোক আসামের বনকর্মীকেও আটকে রাখে। তাদের হাত থেকে বাঁচতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। আর এতেই তিনজন খাসি লোক প্রাণ হারায়। যদিও মেঘালয়ের পক্ষ থেকে ৫ জন খাসি নাগরিকের মৃত্যুর কথা বলা হয়েছে।
এ দিকে, পুলিশের গাড়িও মেঘালয়ে প্রবেশে বাধা দেয় দুষ্কৃতীরা। তাছাড়া যোরাবাটে বহু গাড়ি মেঘালয়ে যাওয়ার পথে আটকে রয়েছে। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।