Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে এক সমাবর্তনে তিন উপাচার্য
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বরঃ ব্যতিক্রমী দৃশ্যই বটে। আসাম বিশ্ববিদ্যালয়ের একবিংশতিতম সমাবর্তনে উপস্থিত হলেন তিন উপাচার্য। একজন অবশ্য নিজেই মুখ্য আয়োজক। তিনি রাজীবমোহন পন্থ, আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। দীক্ষান্ত ভাষণ দিতে এসে অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন আরেক উপাচার্য। তিনি মধ্যপ্রদেশের ড. হরিসিং গৌড় সাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্নেল নীলিমা গুপ্তা । শুধুই এই সমাবর্তনে অংশ নিতে শিলচরে ছুটে এসেছেন আরেক উপাচার্য। তিনি হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মানবেন্দ্র দত্তচৌধুরী। শুক্রবার দর্শকাসনের একেবারে সামনের সারিতে বসা ছিলেন অধ্যাপক দত্তচৌধুরী। তিনি আসাম বিশ্ববিদ্যালয়েই দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, ডিন সহ বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন।
এ বার চার হাজারের বেশি ছাত্রছাত্রী স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি গ্রহণ করছেন। দুদিনের সমাবর্তনে শুক্রবার পিএইচডি, ডিলিট, বিভিন্ন পুরস্কারজয়ীদের ডিগ্রি প্রদান করা হয়। সঙ্গে একাংশ স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি সার্টিফিকেট। শনিবার দেওয়া হবে বাকিদের। এ বার ডিলিট পেয়েছেন একজনই, শিক্ষক-গবেষক প্রিয়কান্ত নাথ। সাম্মানিক পিএইচডি দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি রংবং তেরং ও বিশিষ্ট চিন্তাবিদ দিগন্ত বিশ্বশর্মা। দিগন্ত বিশ্ব শর্মা উপস্থিত থেকে সাম্মানিক ডিগ্রি নিলেও কবীন্দ্র পুরকায়স্থ ও রংবং তেরং অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন প্রধান অরূপ রাহা, সহকারী উপাচার্য শিবাশিস বিশ্বাস, রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথ ও পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায়।