India & World UpdatesHappeningsBreaking News
আমেথি তাঁকে চায়, দাবি রবার্টের
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন গান্ধী পরিবারের জামাই রবার্ট ভদ্রা। গান্ধী পরিবারের পারিবারিক আসন আমেথি থেকে লড়ে রাজনৈতিক যাত্রা শুরু করতে চান তিনি। তাঁর দাবি, দেশ চায় তিনি যেন সক্রিয় রাজনীতিতে আসেন৷ আমেথি তাঁকে চায়।
রবার্টের কথায়, আমেথির বর্তমান সাংসদ স্মৃতি ইরানি তাঁর প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। তাই আমেথি পরিবর্তন চাইছে। তিনি আরও বলেন, ‘‘সারা দেশ থেকে আওয়াজ আসছে। সকলে চান, আমি সক্রিয় রাজনীতিতে আসি, কারণ আমি সব সময় দেশের মানুষের মধ্যেই ছিলাম। আমি ১৯৯৯ সাল থেকে আমেথিতে প্রচার করছি।’’
প্রিয়ঙ্কার স্বামী আরও দাবি করেন, দুই দফা নির্বাচনের পরে বলা চলে কংগ্রেস বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তাঁর কথায়, ‘‘মানুষ পরিবর্তন চান। তাঁরা বিজেপি থেকে পরিত্রাণ চান। বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করছে। ভারতের মানুষ গান্ধী পরিবারের সঙ্গে রয়েছেন, কারণ তাঁরা রাহুল এবং প্রিয়ঙ্কার কঠোর পরিশ্রম দেখছেন রোজ।’’