Barak UpdatesBreaking News
আভা-র উদ্যোগে পৌষ-ভোগালি মিলন মেলা
২৪ জানুয়ারিঃ অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন ওরফে আভা এ বার ভিন্ন চেহারায়। শুধু মিটিং-মিছিল আর নাগরিকত্বের কথা নয়। এ বার আয়োজন করছে পৌষ-ভোগালি মেলার। আগামী রবিবার দু-দিন ব্যাপী এই বিশেষ মেলা শুরু হবে। গান্ধীবাগে আয়োজিত এই উদ্যোগের সহযোগিতায় রয়েছে শিলচর পুরসভা।
রবিবার বিকেল ৩টায় উদ্বোধনী কার্যক্রম হলেও এর আগেই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। উদ্বোধনী পর্বে বিকেল ৪টায় থাকবে সংবর্ধনা জ্ঞাপন। ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার বিকেল ৪টায় আভা এক আলোচনা সভার আয়োজন করেছে। বিষয়ঃ বাঙালি-অসমিয়া সম্পর্কের ইতিবাচক উদ্ভাস। এর পরই বিকেল সাড়ে ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাসঙ্গিক অঙ্কনাদি। রাত ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, দুদিনের সমস্ত কর্মসূচি হবে হেমাঙ্গ-জ্যোতিপ্রসাদ-কালিকাপ্রসাদ-ভূপেন স্মৃতিমঞ্চে।
পৌষ-ভোগালি মেলা মানেই যে পিঠা-পুলির ব্যাপারও থাকবে, স্পষ্ট করে দিয়েছে আভা। দুদিনই গান্ধীবাগ প্রাঙ্গণে বসবে নানা রকমের স্টল।
English text here