India & World UpdatesHappeningsBreaking News
আফগানিস্তান ছেড়ে পালালেন রাষ্ট্রপতি গণি
ওয়েটুবরাক, ১৬ আগস্টঃ রাজধানী কাবুল দখল করে তালিবানরা যুদ্ধজয় ঘোষণা করে দিয়েছেন। তারা রাষ্ট্রপতি ভবনের দখল নিতেই সরকার অচল হয়ে পড়ে। রাষ্ট্রপতি আসরফ গণি ইতিমধ্যে ভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন। যাবার আগে সংবাদমাধ্যমকে শুধু এটুকু বলে গিয়েছেন, “রক্তপাত চাই না বলেই চলে যাচ্ছি।” তবে কোথায় যাচ্ছেন তিনি, সে কথা জানাননি। গত চব্বিশ ঘণ্টায় কেউ তাঁর হদিশ পাননি। অনুমান করা হচ্ছে, তিনি পাশের রাষ্ট্র উজবেকিস্তানের তাসখন্দে গিয়ে আশ্রয় নিয়েছেন।
তাঁর দেশছাড়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে তালিবানরা রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে। ফলে কাবুলে এখন চরম অস্থিরতা। বিশেষ বিদেশি নাগরিকরা আফগানিস্তান ছাড়ার জন্য অস্থির হয়ে ছোটাছুটি করছেন। পালাতে আগ্রহী সে দেশের বহু নাগরিকও। সবাই ভিড় করেছেন বিমানবন্দরে।
কুড়ি বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট নিরাপত্তা রক্ষীরা আফগান সরকারকে সুরক্ষা দিয়ে আসছিল। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষণা করেন, অনির্দিষ্টকাল ধরে অন্য রাষ্ট্রের রক্ষীরা নিরাপত্তার বন্দোবস্ত করতে পারে না। আফগান নাগরিকদেরও নিজের মত করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। এর পরই তিনি মার্কিন সৈন্যদের আফগানিস্তান থেকে তুলে নিয়ে আসেন। একই পথ অনুসরণ করে ব্রিটেন সহ অন্যান্য দেশ।ষাট দেশ এক যৌথবিবৃতিতে তালিবানদের শুধু বলেছে, যারা দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে চায়, তাদের সে সুযোগ দেওয়া হোক। সে জন্য আন্তর্জাাতিক সীমান্ত খুলে দেওয়া হোক।
তালিবানরা অবশ্য জানিয়েছে, তারা নাগরিকদের ওপর কোনও ধরনের হামলা চান না। লুটপাটেরও পক্ষপাতী নন।