Barak UpdatesHappeningsBreaking News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দুদিনের কর্মসূচি বরাক বঙ্গের

ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের শিলচর আঞ্চলিক সমিতি দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে৷ আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তির পদতলে জমায়েত হবেন তাঁরা৷ সেখান থেকে রাঙ্গিরখাড়ি অভিমুখে দোকানে দোকানে এবং পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করা হবে। ওই প্রচারপত্রে ভাষা আইন মেনে সমস্ত সরকারি-বেসরকারি কাজে বাংলাভাষা ব্যবহারের আর্জি জানানো হবে৷ বিশেষ করে, সমস্ত সাইনবোর্ডে অন্য ভাষার সঙ্গে বাংলা বাধ্যতামূলক ভাবে রাখার দাবি জানাবেন তাঁরা৷

২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় বঙ্গভবনে অস্থায়ীভাবে নির্মিত শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এবং সেখান থেকে বেরিয়ে জেলাশাসক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের প্রধান শাখায় গিয়ে বাংলাভাষা ব্যবহারের দাবিতে স্মারকপত্র প্রদান করা হবে৷ পরে বিকাল ৫টা ৪৫ মিনিটে আয়োজন করা হবে বহুভাষিক কবিতা পাঠের আসর।

ওইসব কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেন বরাক বঙ্গের শিলচর শাখার সম্পাদক সুশান্ত সেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker